এ মোর শত তম কবিতা
হৃদয় মঞ্জিল হতে
শোনাবো আজ আমি
একান্ত গোপন বারতা
এ মোর শত তম কবিতা

আনন্দ অশ্রুর বসেছে মেলা
ব্যকুল দুটি আঁখি পানে
হস্ত যুগল করছে খেলা
আশার বানী বাজছে কানে
জয়ের উল্লাস ধ্বনি শুনে
জাগছে প্রাণে আকুলতা
এ মোর শত তম কবিতা

প্রথম কবিতা লিখে
দেখিয়েছিলাম বাবাকে
বলেছিলেন মুচকি হেসে
“কোথা পেলি এ শব্দ মালা”
প্রশংসায় লজ্জা পেয়ে
সরে এসে লিখেছিলাম আরেকটা
তারপর বন্ধ হয়নি
লেখার ধারা বাহিকতা ।
এ মোর শত তম কবিতা

মনে হায় তৃপ্তি পাইনা
লিখতে চাই জা লেখা হয়না
আরো অনেক কথার মালা
বুকে আসে মুখে আসেনা
ভাঙ্গা খুঁটিতে ভর দিয়ে
তবু সামনে চলছি এগিয়ে
জানিনা তো ঘুচবে কবে
লিখনির কিছু ব্যর্থতা
এ মোর শত তম কবিতা ।

অনেকেই অনেক লিখে গেছে
আর কি কিছু বাঁকি আছে ?
যেটুকু ফাঁক পাচ্ছি যখন
সেটুকুই লিখে ফেলছি তখন
কখনো বা তাঁদের স্মরে
লিখছি কিছু নতুন করে
ঘোষা মাজায় বেরিয়ে আসে
আপনার কিছু মৌলিকতা
এ মোর শত তম কবিতা

জীবন জানি স্তব্ধ নয়
আছে উত্থান আছে ক্ষয়
সকল বাধা উপেক্ষা করে
যেতে হবে অনেক দূরে
সেই পথেই আছে জানি
জিবনের সঠিক স্বার্থকতা
এ মোর শত তম কবিতা

সবার প্রতি এই মিনতি
দোয়া করো আমার জন্য
এ চলার গতি যেনো
বন্ধ হয়না কোনদিনো
আশায় আমি বাঁধছি বুক
শত সংখ্যা পেরিয়ে যেন
লিখতে পারি সহস্র টা
এ মোর শত তম কবিতা

খোদা কে সাক্ষী রেখে
হৃদয় মঞ্জিল হতে
পেতে সবার সহযোগিতা
এতক্ষণ লিখলাম যা
সেই তো গোপন বারতা
এ মোর শত তম কবিতা