বেলা পড়ে এলো ফিরতে হবে আপন স্বর্গ নীড়ে
বধূ মোর সেথা বসে আছে একা পতিকে দেখার তরে ।

প্রভাতে উঠে কুড়ে ছিল সে পছন্দের কিছু ফুল
দুপুর হতে গেঁথেছে মালা প্রেমে হয়ে আকুল ।

যেদিন থেকে পিতা মাতার ঘর ছেড়ে এসেছে চলে
স্বামীকেই সে সুখ ভেবে সব চিরতরে গেছে ভুলে ।

ভাগ্যের জোর না থাকলে কেউ পায়না এমন বধূ
বধূর দ্বারা সুখী তাই সব কষ্ট মনে হয় মধু ।

মায়া ভরা তার মুখের বানী আকুল করা দৃষ্টি
পাথর দিয়ে গড়া হৃদয়েও প্রেম করে যায় সৃষ্টি ।

বিয়ের পরেও প্রেমিক থাকা যায় এমন বধূর জন্য
যেজন সৃষ্টি করেছে তাকে, ধন্য তিনি ধন্য ।

বড় সমস্যা হাসির ছলে সে করতে পারে তুচ্ছ
এমন বধূর গুনে স্বামীর মন হয় খাটি, স্বচ্ছ ।

যেখানেই যাই ঘরে ফেরার লাগি প্রাণ থাকে উন্মুখ
ছটফট করি দেখবো কখন আমার বধূর মুখ ।

শত আঘাতে পৃথিবীটা মোর হয় যদি চৌচির
ভাবিনা তবু থাকলে বধূ আর মোর স্বর্গ নীড় ।

২০/১২/১৯৯৬