স্বপ্নে এক রাজা দেখেছি
তাঁর মুখে সব শুনেছি
কথা দিয়েছে সবাইকে
হবে এবার সব হবে।
ভুখা যারা খাদ্য পাবে
নগ্ন যারা বস্ত্র পাবে
মূর্খ যারা শিক্ষা পাবে
শিষ্য যারা দীক্ষা পাবে
এতিম যারা আশ্রয় পাবে
লাশ কবর নিশ্চয় পাবে
বেকার যারা কর্ম পাবে
ধার্মিকরা ধর্ম পাবে
মানী যারা মান পাবে
জ্ঞান পিয়াসী জ্ঞান পাবে
শিল্পী সুন্দর দৃশ্য পাবে
শিশুরা নতুন বিশ্ব পাবে
আশ্রয় হীন ঘর পাবে
বধুরা প্রেমিক-বর পাবে
যোগ্যরা পুরস্কার পাবে
বেঈমানরা তিরস্কার পাবে
নিরাশ যারা আশা পাবে
মূক যারা ভাষা পাবে
রুগী যারা স্বাস্থ্য পাবে
পণ্ডিত রা শাস্ত্র পাবে
অন্যায় কারী শাস্তি পাবে
সুখ পিয়াসী স্বস্তি পাবে
রাজ্যে সুখের বর্ষণ হবে
সবাই রাজার দর্শন পাবে।
২৩/০১/১৯৯৭