একজন/ হে শিশু মায়ের কোলে হেলে দুলে
কি সব তুমি কও ?
শিশু / আমি বলি অনেক কথা
সব কি জানতে চাও ?
একজন/ কতো কথা আছে তোমার বুকের ভিতরে
যেটুকু পারো বুঝিয়ে তুমি বলো আমারে
শিশু / শুনতে যখন চাইছো তখন বলি তুমি শোনো
মা আর মাতৃ-ভুমির মাঝে বিভেদ করোনা যেনো
আমি থাকি মায়ের কোলে, মা মাটির পরে
তাই মাটির গানে গানে হৃদয় রাখি গো ভরে
আমার গানের সুরে তোমরা বিভোর হয়ে হাসো
কিন্তু সেই গান শুনে কেউ দেশকে কি ভালোবাসো ?
একজন/ আমার কথা থাক আগে তোমার গুলো শুনি
আমরা তো কতো কথা বলি সারাক্ষণই ।
শিশু / বেশি কিছু বলবো নাকো নীতিকথা কিছু শোনো
মানুষ হয়ে মানুষের মনে দুঃখ দিওনা যেন
বয়স আর জ্ঞানকে কভু দেখো না সমান করে
জ্ঞান নিতে জ্ঞানীর কাছে যেও নত শিরে
একজন/কেমন করে চলবো মোরা সে কথা কিছু বলো
শিশু / মিথ্যে, অসৎ, ত্যাগ করে ন্যায়ের পথে চলো
একজন/আর কি কিছু বলবে ?
শিশু / হে মানুষ, আপাতত এটুকু মানলেই চলবে।