শিপ্রা, ও ষোড়শী, ও প্রিয়সি আমার
তুমি এক টুকরো মুক্তো, ঝিনুক রূপী ভালোবাসার

তোমার দুষ্টমিও আমার কাছে ভালো লাগে
আবেগময়ী চাহনি হৃদয়ে সুখের চাবুক মারে

তোমার অনুপ্রেরণা আমাকে করেছে আত্ত বিশ্বাসী
করেছে স্বাধীন প্রিয়, করেছে বাস্তব বাদী

আমার কোন বন্ধু ছিলোনা, ছিলোনা আপনজন
তুমি প্রেমের হাত বাড়িয়ে সে আশা করেছো পূরণ

মোর নয়নে, এই ভুবনে, তুমি শ্রেষ্ঠ ললনা
বাঁচবো না, কভু তোমার কাছে পাই যদি ছলনা

সারাক্ষণে আমি একটি কথা বলবো বারবার
শিপ্রা, ও জান, ও প্রিয়তমা, তুমি আমার ।