দুরে কেনো প্রাণ প্রিয়া আরো কাছে এসো
হাতে হাত রেখে তুমি মোর পাশে বসো।

তুমি দুরে থাকলে প্রাণ করে আনচান
তোমার ছোঁয়ায় বেজে উঠে মিলনের গান।

বলে চন্দ্র-তারা, বলে র্সূয তোমার রূপের কথা
শুনে বড় ভালো লাগে জাগে আকুলতা।

তোমার নয়নে যখন রাখি গো নয়ন
পারবো না বোঝাতে লাগে কতো শিহরণ।

প্রেমের নদী তুমি, আমি তার তীর
হৃদয়ে বেধেছি গো তোমার নামের নীড়।

তুমি মোর আশা, তুমি ভালোবাসা, তুমি মোর জান
তোমার বিরহে সুখের ভুবন হবে খান খান।

শয়ন-স্বপনে শুধু তোমারই কথা বলি
তুমি বিনা অচল আমি জানো কি শিউলী !!