শেষ থেকে জীবন যদি শুরু করা যেতো !
ভুলে ভরা সময় গুলো মধু মাখা হতো।
মৃত্যু এসে ঘণ্টা নাড়ে মনটা কেঁপে উঠে
কতো আঘাত কতো জনকে দিয়েছি এই ঠোঁটে।
মিথ্যে অহমিকায় শুধু করে গেছি ভুল
অহংকারের কাঁটা নিয়ে ফেলেছি মায়ার ফুল।
ঘৃণার চোখে মানুষ যখন তাকায় আমার দিকে !
পুলকিত, রোমাঞ্চিত অতীত হয়ে যায় ফিকে।