আমি স্বাভাবিক হাসি হাসতে পারিনা
জানালার গ্রিল ধরে চেয়ে থাকি মুক্ত আকাশে
উড়ন্ত বকের কান্নার জল ধেয়ে আসে
উল্কার প্রচণ্ড বেগ ঝড়ের গতি বাতাসে।

আমি স্বাভাবিক হাসি হাসতে পারিনা
নদীর কৃত্তিম কুল স্বাগতম জানায়
কল্পিত হাঙ্গরের গরম নিঃশ্বাস ছুঁয়ে যায়
কবিতার ছন্দ গুলো মুহূর্তে পুড়ে ছাই।

আমি স্বাভাবিক হাসি হাসতে পারিনা
মুক্ত মঞ্চে আমার অদৃশ্য বন্দী দশা
পদতলে হামাগুড়ি ফুটো হৃদয়ের ভালোবাসা
বায়স্কোপের চিত্র গুলো অত্যান্ত সর্বনাশা।

আমি স্বাভাবিক হাসি হাসতে পারিনা
আমার চারিপাশে শুধু লাশের আহাজারি
দাঁত কেলিয়ে তেড়ে আসে অবাস্তব ক্ষমতাধারী
অধিকার হারিয়ে নিজের অস্তিত্ব খুঁজে ফিরি।