প্রেমের মহল গড়িতে হয়
সুখের পায়রা ধরিতে নয়
গদ্যময় কাঁটা পূর্ণ ভুবনে
জিবনের মায়া ত্যাগ করে
তৃতীয় মানুষদের কাতারে দাঁড়িয়ে
যে গায় বিশ্ব সাম্যের গান
তার নাম শাজাহান ।
জাদু ভরা চোখ তার
হাসি ভরা মুখ তার
প্রেমে ভরা বুক তার
এসব গুনের টানে
কতজন ডাকে এসে
তুচ্ছ ভেবে সবই
তবুও সে আগুয়ান
এমনই মহান
এই শাজাহান ।
এই বিশ্বে হয়তো তার নামে
হবে না গড়া স্মৃতি স্তম্ভ
লিখবেনা কখনো কেউ
কবিতা কিংবা গল্প
ইতিহাসের পাতায় হয়তো
পাবে না স্থান
কি অমুল্য ধন
ছিল এই শাজাহান ।
তবু সামনে এগিয়ে যাবে
যতদিন দেহে প্রাণটা রবে
নামের আশায় বসে না থেকে
কাজের গুনে বড় হবে
সে কথা মানুষ না জানুক
জানবে এই জাহান
প্রকৃত মানুষ রুপে
ধন্য শাজাহান ।