কৈশোর কালে, জেগেছিলো মনে, শিল্পী হবার স্বাধ
সারা দেশ ব্যাপী নাম রবে তাঁর, ভাবতো দিন-রাত।

অনেক ঘুরে অনেক কষ্টে শিখলো শেষে গান
তাঁর মিষ্টি কন্ঠ শুনে সবার জুড়িয়ে যায় প্রাণ।

খায় যে কখন ঘুমায় কখন রাখেনা খেয়াল
সবই বেতাল হলেও ঠিক রাখে সুরের তাল।

অনেক দিনের লালিত আশা পূর্ণ ঠিকই হলো
সাধনায় অর্জিত ধনের পুরষ্কারও শেষে পেলো।

সেই যে চলন শুরু হয়েছে শেষ কভু হবে না
সংগীত ভক্তরা তাঁকে কোনোদনিো ভুলবে না।

হেসে হেসে কথা বলা তাঁর চিরদিনের স্বভাব
হৃদয়টা তাঁর যেনো একটা ভালোবাসার অর্ণব।

তাঁর জীবনী লিখে জানি করা যাবে না শেষ
মোদের মাথার মুকুট তিনি সেলিম পারভেজ।