ভিক্ষুক তো আমি নই, বিক্ষুব্ধ আমি
ভীষণ অসুস্থ আমি তবু দুর্দান্ত অশান্ত।
আমি ভাষা জানিনা তবু শ্রেষ্ঠ বক্তা
বিশ্রী চেহারার মাঝেও আমার আছে
অসম্ভব সুন্দর, পবিত্র মন একটা।
যে মনের সাহায্যে আমি ভাংতে পারি
সেই দেয়াল, সত্যের জন্য যা বৃহৎ বাঁধা।
আমি কখনো কখনো দুর্বল, অবলা
দুশ্চিন্তা আর হতাশায় কাটিয়ে দিই সারাবেলা।
চোখে জল ফেলি আমি যখন সাজি কলম
আমার রক্ত দিয়ে যখন লেখা হয়
নিষ্পাপ, নির্দোষ কারো মৃত্যু আদেশ।
ইচ্ছে করে ঘুষ খোর বিচারকের গলা টিপে
হত্যা করে ফেলে দিই নর্দমায়।
কিন্তু পারি কই!! তখন আমি অসহায়
হে বিধাতা তুমি গড়েছো যখন বিশ্ব
কেন তবে করোনা তাদের নিঃস্ব!
যারা মানবতার নামে চক্রান্তের চালে
মুখোশ পরে অসহায়দের করে পদে পিষ্ট।
তুমি মোরে শক্তি দাও, আমি কিছু করতে চাই
যাদের পানে তাকাবার কেহ নায়।
যখন দেখি দলাদলি, কাটাকাটি বিশ্ব ব্যাপিয়া
সামাল দিতে পারিনা নিজেরে উঠি ক্ষেপিয়া।
লাফিয়া লাফিয়া বলি হাঁকিয়া
ওরে মানুষ আছিস কেন চুপিয়া
যোগ দে সবাই যোগ দে আমার সংগে আসিয়া
সত্যকে আয় মুক্ত করি মিথ্যের দেয়াল ভাঙ্গিয়া।