জানি গো প্রিয়তমা তোমার রূপের তুলনা হবেনা
জনম জনম দেখলেও প্রেমিক মনের তৃষা মিটবে না।

ধন্য আমি এই জগতে তোমার মতো রূপসী পেয়ে
কথা দাও তুমি থাকবে পাশে আজীবন সাথী হয়ে।

আহা! কি মিষ্টি তোমার মুখের হাসি যেনো শিশির কণা
সত্যি করে বলোনা তুমি কোনো যাদু জানো কিনা।

হরিণীর মতো চোখ দু’টো মোরে কাছে ডাকে সারাক্ষণ
ইশারার সেই ডাক শুনে যে ছটফট করে মন।

মৃদু হাওয়া যখন বয়ে যায় তোমার ভ্রমর কালো কেশে
প্রেমের ঢেউ যেনো দোলা দিয়ে যায় আমার বুকে এসে।

তুমি যে সুখের স্বপ্ন হয়ে মিশে আছো এই নয়নে
তোমার কথা শুধু যে ভাঁসে বারে বারে এই কানে।

আমার চলার পথে যে তুমি চিরদিনের সাথী
তুমিই আমার প্রেমের ভুবনে আঁধার রাতের বাতি।

শুনেছি নাকি এই জগতে লাইলী, শিরি, রাধা, রজকিনী ছিলো
প্রেমিকা রূপে তোমাকে পেয়ে যে সবই সত্যি হলো।

বলো তুমি যদি না আসতে কাছে আমার কি হতো
এমন করে আপন হয়ে আর কি কেউ ভালোবাসতো?

তোমাকে বিনা এই জগতে যায়না তো থাকা একা
তুমিই আমার প্রাণের দোসর তুমিই আমার প্রেমিকা।