নিচু কাজ করি বলে, নেই অধিকার কথা বলার
নাম আমার রবি চামার।
অচেনা বনে নোংরা গাছে, গন্ধ ভরা ফুল হাসে
আমার জীবন সেই ফুলের মতো, কারো নেইকো সময় চেয়ে দেখার
নাম আমার রবি চামার।
স্যান্ডেল জুতা কালি করি, কিংবা তাতে সেলাই ভরি
টাকা কামাই ভুরি ভুরি, ইচ্ছে মতো খরচ করি
যে হাত দিয়ে আনি টাকা, সে হাত দিয়েই বিলাই আবার
নাম আমার রবি চামার।
কলেজ যখন দিলাম পাশ, বাপ মা সবাই হলো লাশ
যার কাছে গেয়েই চাইলাম ঠাঁই, সবাই বললো যায়গা নাই।
মৃত্যু তুল্য ব্যথা নিয়ে, ঘুরলাম কয়দিন না খেয়ে
ভাবলাম শেষে প্রয়োজন এখন, যেভাবেই হোক বেঁচে থাকার
নাম আমার রবি চামার।
হেসে হেসে কথা বলে, সব যন্ত্রণা থাকি ভুলে
সবার চোখের অন্তরালে, বুক ভেঁসে যায় আঁখি জলে।
জানিনা হায় আমার মতো, এমন রবি আছে কতো
প্রতিভা নিয়ে শত শত, করে আছে মাথা নত।
ও ভাই জ্ঞানী ধনী জনরা, একটু চেয়ে দেখো একবার
নাম আমার রবি চামার।