স্বার্থক নামে নন্দিতা আমি রিক্ত হয়েছি বলে,
মিথ্যে অপবাদ দিয়ে প্রিয়, বহুদূরে গেছে চলে।
বুক ভরা আশা নিয়ে তারে ভালবেসেছিলাম আমি
বিনিময়ে সে বেদনা দিয়ে ঝরালো চোখের পানি।
জীবন মরণ সুপেছিলাম সব তারই সুখের জন্য
অবশেষে তার অবজ্ঞা পেয়ে হয়েছি খেলার পণ্য।
হয়তো আর কোনদিনো সে ফিরে আসবে না
চোখের পানি মুছে বুকে জড়িয়ে ধরবে না।
তবু আমি তার পথ চেয়ে রবো যতদিন আছি বেঁচে
মধুময় সেই স্মৃতি গুলো লালন কোরে মনের মাঝে।
আমায় দুঃখ দিয়ে যদি সে পায় খুঁজে সুখ টা
আকাশ মাটি দেখবে সবাই কষ্টেও হাসে রিক্তা।