নাম আমার প্রথা
হৃদয়ে মোর এই স্বপ্ন গাঁথা
যাবো আমি সেথা
পুরুষরাও যেতে পারেনি যেথা।
নাম আামার প্রথা
মনে মোর রয়েছে এই আশা
করবো সেই কাজটা
যে কাজে জয় করা যায় জগতের ভালোবাসা।
নাম আামার প্রথা
দু’চোখে মোর সেই ছবি আঁকা
শব নহে যে ছবিটা
বোঝে শুধু দুঃখী অনাথের ব্যথা।
নাম আামার প্রথা
অন্তরটা মোর প্রেম পদ্মের পাতা
সেখানে আছে লেখা
শুধু বিশ্ব মানবতার কথা।