আমি প্রস্তুতি নিচ্ছি আত্মহত্যা করতে
সকল অপবাদ, লাঞ্চনা অবহেলা থেকে
নিজেকে চিরতরে মুক্ত করার লক্ষে।

আমি প্রস্তুতি নিচ্ছি নগর ছেড়ে বনে পালাতে
এ নগর আমায় ভীষণ অসুস্থ করে তুলছে
এখানে আর আসেনা পাখি কখনো গান শোনাতে।

আমি প্রস্তুতি নিচ্ছি আত্ম প্রত্যয়ী হয়ে বাঁচতে
কোন স্বার্থকতা নেই এভাবে টিকে থাকতে
আমি যে দুর্বল নই বুঝেছি একটু দেরিতে।

আমি প্রস্তুতি নিচ্ছি সংগ্রাম করতে ন্যায়ের পক্ষে
মরতে যখন হবেই তবে বাধা কেনো লড়তে
সইবো না আর কোনো অন্যায় মুখ বুঝে।

আমি প্রস্তুতি নিচ্ছি একটি মাত্র কবিতা লেখার জন্যে
যে কবিতার প্রতিটি শব্দ হবে মানবতার স্মরণে
মৃত্যুর পরেও সে কবিতার মাঝে অমর হতে চাই ভুবনে।

২৩/১২/১৯৯৬