বড় বিচিত্র এ পৃথিবী
বড় বিচিত্র তার রুপ
কখনো গায় আনন্দ গীত
কখনো জ্বালায় বেদনার ধুপ।

দুঃখের অনলে পোড়ায় তারে
যে শুধু খোঁজে সুখ
নয়নে যার স্বপ্ন আঁকা
ভেঙ্গে দেয় তার বুক।

নিঃস্বের সহায় সে
ধনীর কষ্টের কুপ
তারই কোলে সকল জীব
চিরতরে হয় চুপ।

বড় বিচিত্র এ পৃথিবী
বড় বিচিত্র তার রুপ।