প্রিয়তমা র্স্বণালী, ও গোলাপ কলি, আমার প্রেমের অঞ্জলী
তুমি কোথায়, কতো দূরে, আমাকে ছেড়ে
আমি তো শয়নে স্বপনে, সব ভুলে শুধু তোমারই কথা বলি।
তোমার কি নেই মনে, শুধু দু’জনে প্রেমের গহীন আলাপনে
হারিয়ে যেতাম চোখে চোখ আর অধরে অধর রেখে
যেখানে সুখ ছাড়া নেই দুঃখের আনাগোনা নেই রোমাঞ্চতি ভুবনে।
তুমি তো বলতে আমাকে পেতে, সব ছাড়তে পারো জগতে
বুকের ভেতরে জমে থাকা সারাদনিরে যতো কথা
প্রাণ উজাড় করে বলার জন্যে দেখা করতে নির্জনে প্রতি রাতে।
তুমি কি এখন, মনের মতোন, পেয়েছো আবার নতুন কোনো সুজন
সেই কারণে হায় চিরতরে কি আমায়
ভুলে যেতে চাও আর ছিঁড়ে ফেলতে চাও এতো দিনে গড়া বাঁধন।
তাই যদি হয়, বলে যাও আমায়, কি নিয়ে একা বাঁচবো
তুমি ছাড়া আামার, সব শুন্য আঁধার
হায় কোথায় যাবো, কেমনে রবো, কার চোখে চোখ রাখবো।
তোমার স্মৃতি, যখনই ভাবি, আঁখি জলে বুক ভাঁসে
প্রেমের দোহায় লাগে ওগো, সেই আগের মতো
আবার কাছে এসো, আশা নিয়ে আমি নতুন করে উঠি বেঁচে।
এসো বিরহ ঝেড়ে ফেলে, মিলনের পাখনা মেলি একই সঙ্গে চলি
এই মিনতি শোনার পরে থাকবে কি বলো দুরে
ও আমার জান, ও আমার প্রাণ, ও আমার প্রিয়তমা র্স্বণালী।