তুমি আমাকে সত্যি সত্যি ছেড়ে গেলে !
কিন্তু আমার এ বিরহ !
সে তো তোমার মতো নারী নয়
কোনদিনও ছাড়বে না সে আমাকে
নিয়ে যাবে এখানে, ওখানে
বানাবে আমায় তার প্রিয় বন্ধু ।
আগ্নেয় গিরির অগ্নুৎপাতের লাভায়
আমি ছটফট করবো আর
ঝলসে যাবে শরীরের একাংশ
বীভৎস চেহারা দেখে ভুতও ভয় পাবে !!
হয়তো একদিন তোমার চোখের সামনে দিয়ে
হেঁটে যাবো পচা শরীর নিয়ে
দুর্গন্ধে নাকে রুমাল চেপে
থুথু ফেলতে গিয়ে হয়তো
চিনে ফেলবে আমাকে !
দরদে তোমার প্রাণ কেদে উঠলেও
না চেনার ভান করে চলে যাবে
কিন্তু, আমার বিরহ সেই দুর্দিনেও
আমায় ছেড়ে পালাবে না ।
ও যাকে ভালোবাসে তাকে ছেড়ে পালায় না
ও তো তোমার মতো নারী নয়
ও যে আমার চির সঙ্গী, প্রিয় বিরহ ।