প্রেম সকালের শিশির নয়
রোদ্রে নিশ্চিহ্ন হবে
প্রেম হলো হৃদয়ের ধন
মৃত্যুর পরেও বেঁচে থাকে।

প্রেমের জন্যই জীবন বাঁচে
প্রেমেই মরণ ডেকে আনে
প্রেম কখনো আনন্দ দেয়
কখনো ভাঁসায় ব্যথার জলে।

যেখান থেকে সৃষ্টি প্রেম
সেখানেই আবার চলে যাবে
ক্ষণিক সময় চলার পথে
মানুষকে শুধু নাচাবে।