টাকার বোঝা ভারি হলেও
টানতে লাগেনা ক্লান্তি
প্রেমিকার কথা বাঁকা হলেও
শুনতে লাগে যে শান্তি
ভরা ফসলের মাঠ দেখে
কৃষক পায় আনন্দ
ফাগুনের রং উজ্জ্বল হয়
কবি খুঁজে পায় ছন্দ।