আকাশ ফেটে ঝরা একফোঁটা গরম রক্ত
চুমু দিয়ে যায় আমার উত্তপ্ত হৃদয় মরুতে
যেন পাথরের সাথে পাথরের সংঘর্ষে
ঘটে যায় এক মহা অগ্নি কান্ড ।

সাগর হতে আসা একটা মহা ঢেউ
দোলা দিয়ে যায় আমার স্তব্ধ নিরব ভুবনটাতে
যেন পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গনে
সৃষ্টি হয় এক পশলা বৃষ্টিপাত ।

কারো নয়নে যখনই দেখি আমারই প্রতিবিম্ব
ক্ষণিকে বাতাসে বিলীন হয় মোর সকল অস্তিত্ব।

প্রতিক্ষায় থাকি কখন হবে আরেকটা সকাল
সারা বিশ্ব হবে শিশির কনার পৃথিবী
আর প্রতিটি শিশির কনায় খুঁজে পাবো
আমারই নতুন নতুন অক্ষত ছবি ।