শোনো ধনী, মধ্য, মজুর
এসেছে এক পান্তা হুজুর
মাথা ভরা বুদ্ধি তার
কথায় কভু মানেনা হার।
মাথায় পরে লম্বা টুপি
গায়ে হলুদ পান্জাবী
দেখে তারে সবাই ভাবি
যেনো কোনো মস্ত কবি।
কথা বলে জোরে জোরে
মানুষদের ধরে ধরে
বলে,“চলো মসজিদ ঘরে
আল্লাহকে চেনো নামাজ পড়ে।”
নারী দেখলে দুরে রয়
কি জানি তার কিসের ভয়
ডেকে ডেকে সবাইকে কয়
ওরা কিন্তু সুবিধার নয়।
গরম ভাত খায়না সে
রুটিওনা কভু চাখে
বলেছে সে কয়েকজনকে
ভিটামিন বেশি পান্তা ভাতে।
এই কথা শোনার পর
সবার মুখে একই স্বর
“বাসি ভাতে ভিটামিন প্রচুর
বলেছে মোদের পান্তা হুজুর।”