পানি লাগবে পানি ?
পানির চেয়ে মূল্যবান নেইকো কিছু জানি
তৃষ্ণার্ত কন্ঠ গুলো শুকিয়ে গেছে মানি
পানি লাগবে পানি ?

পানি লাগবে পানি ?
যে পানিতে ডুবেছে ফেরাউন শুনেছি কাহিনী
লক্ষ ফেরাউন আজো আছে নিয়ে নোংরা বাহিনী
পানি লাগবে পানি ?

পানি লাগবে পানি ?
যে পানির জন্যে হারাতে হয়েছে হোসেনের কল্লা খানি
শক্ত গদি পেয়েছে এজিদ ইসলামের অঙ্গ হানি
পানি লাগবে পানি ?

পানি লাগবে পানি ?
বুলেটে যখন অঙ্গ জখম নিস্তেজ দেহ খানি
শুকনো ঠোঁটে নেইকো হায় প্রাণ ভেজানো বানী
পানি লাগবে পানি ?

পানি লাগবে পানি ?
প্রজন্ম তোমায় রাখবে স্মরণ হাজার বছর জানি
মুগ্ধতায় জড়ানো কণ্ঠে মুগ্ধের শেষ বানী
পানি লাগবে পানি ?