অন লাইনে অফ লাইনে দুচোখ মেলে যা-ই দেখি
হা হা হা  আমার পাই পাগলা হাসি।
ভালো লোক মন্দ লোক স্বার্থের বেলায় পাশা পাশি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
জজ করে চোরের বিচার, চোর দিতে চায় জজের ফাঁসি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
চারিদিকে লেবাসের জোয়ার তাতে হয় ব্যবসা বেশি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
গরিবের বুকে লাথি মেরে ধনী রা কয় ভালো আছি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
মিটিং মিছিলে সেলফি নিতে থাকতে চায় নেতার কাছাকাছি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
প্রায় সবাই আছে সুযোগের খোঁজে কখন কাকে মারবে লাথি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
সারা বছর ঝগড়ায় কাটে ফেব্রুয়ারিতে কয় ভালোবাসি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
মন্দের জোয়ার চলছে এখন ভালো লোকের কান্না কাটি
হা হা হা আমার পাই পায় পাগলা হাসি।
কবিতা কেউ পড়তে চায়না টিকটকে আলগা নাচা নাচি
হা হা হা আমার পাই পাগলা হাসি।
মুখে শুধু ধর্মের কথা হালাল হারাম সবাই ভুলে গেছি
হা হা হা আমার পাই পাগলা হাসি।

০৭/০৫/২০২৪