আজকের এ আয়োজনে যদিও নেই নজরুল
আছে তাঁর গান, আছে তাঁর সুর, আছে তাঁর কবিতার ফুল।
নৃত্যের তালে তালে শিল্পীরা যায় বলে
ছায়ার মতো মিশে আছো তুমি আমাদের দলে।
ধরনীতে যারা আসে আর যায় তুমি নও তাদের মতো
তোমার বজ্র ধ্বণি, প্রেমের বাণী বাজে আজো অবিরত।
তুমি তো মানোনি মানুষে মানুষে ঠুনকো ভেদাভেদ
আমরাও মানিনা প্রয়োজনে ভাংবো মৌলবাদী জেদ।
ধরাতে যতোদিন থাকবে এমন মানুষে মানুষে দ্বন্দ
তোমার অগ্নি-বীনার সুর ততোদিন হবেনা বন্ধ।
একদিন যারা তোমায় উচ্চ স্বরে বলেছিলো কাফের
দেখে যাও হে বিদ্রোহী ভুল ভেংগে গেছে তাদের।
তুমি অমর, চির অম্লান, সবার অনুভবে
মহী যতোদিন, আছে ততোদিন, তোমার স্মরণ হবে।