অদৃশ্য কারাগারে আমি বন্দী, বহুদিন ধরে
ছেড়ে দাও দেখবো আমার বঙ্গ মাকে প্রাণ ভরে
আমি বাঁচার মতো বাঁচতে চাই, মরণের সাথে পাঞ্জা লড়ে ।

আমি মানুষ, সৃষ্টির সেরা জীব, তবু কেনো অসহায় ?
থাকবো হয়ে মাথার মুকুট, তবে কেনো অবহেলা পাই ?
রইবো না চুপ বজ্র কণ্ঠে বলবো, এবার অধিকার চাই ।

অধিকার আমায় দিতেই হবে, সেতো আমার প্রাপ্য
পাপ্য ধনে বঞ্চিত, তাই নতুন শফত নেবো
মুক্ত করবো দেশকে, আমি মুক্ত হবো নিজে
এদেশ আমার মাতৃ-তুল্য, থাকবো তার পাশে ।

ছল করে যতোই আমায় বেঁধে রাখা হোক
আমি তো নই হীরার সামনে কাঁচ তুল্য লোক
দেশ দ্রোহীদের রুখবো এবার করবো ছারকার
মুখোশ তাদের খুলে ভাঙ্গবো “অদৃশ্য কারাগার”।

লেখার তারিখঃ ২০/১১/১৯৯৬