এবার আমি রুখবো
ঢুকবো সবার রন্ধ্রে রন্ধ্রে
রক্তে মিশে দেখতে চাই
পশু কারা মানুষের অঙ্গে ।
সাদা পতাকা মাথায় জড়িয়ে
কখনো ঠেঙ্গিয়ে, কখনো গড়িয়ে
মৃত্যু যেথা অপেক্ষমাণ
সেথায়ও যদি থাকে বেঈমান
উঁচু শির তার লাথি মেরে
ধুলোর মাঝে দেবো লুটিয়ে ।
আঁধার গর্ভে দশটি মাস
একই ধরনের বসবাস
কে করেনি ?
তবে কেনো এতো ভেদাভেদ
একের প্রতি অন্যের জেদ
খুনাখুনি ।
রাজনীতির দুষ্ট চোখ
সত্যি একটা উপদ্রব
ষাঁড়ের মতো এক গুয়ে তবু
বলেন তিনি সরল লোক ।
অন্যদিকে বুদ্ধিজীবী মৌলবাদী
একে অন্যকে বলছে পাঁজি
মহিষ ছাগল গুঁতোগুঁতি
ভাংছে চাকা, ভাংছে খুঁটি ।
ভাবতে বড়ই অবাক লাগে
আসলে যা বর্বরতা
তারই নাম দেয় সভ্যতা ।
এই বর্বরতাই ঠেকাবো বলে
এবার আমি উঠেছি জ্বলে
বিন্দু শক্তিও থাকে যদি দেহে
বলছি খোদার কসম কেটে
জানোয়ার গুলো যেখানেই থাকুক
যতোই নিজেকে লুকিয়ে রাখুক
জিহ্বা কিংবা ঝুঁটি ধরে
হ্যাঁচকা টানে বের করে
মানবতার জোয়াল এনে
তুলে দেবো তাদের কাঁধে
জানি আমি সেদিন থেকে
মানুষে মানুষে পার্থক্য আর
থাকবে না এই পৃথিবীতে ।