কে গো তুমি আসিলে এই ধরনীর কূলে
নতুন সুবাস ছড়িয়ে দিতে ফুলে।
সবাই যে হায় চেয়ে আছে তোমার মুখের পানে
অনেক দুর্লভ আশা নিয়ে মনে।
তুমি তো আর মিথ্যের কাছে করবেনা মাথা নত
ধ্বংস করবে এই জগতে অমঙ্গল আছে যতো।
সাত সমুদ্র পেরিয়ে তুমি ছিনিয়ে আনবে সুখ
তোমায় পেয়ে উঠবে হেসে দুঃখী অনাথের মুখ।
ঐ দেখোনা আকাশ বাতাস বলছে তোমার কথা
জয়ধ্বনি করছে সবাই ভেংগে নিরবতা।
সত্য আর ন্যায়ের কঠিন ভার নিবে তুমি হাতে
আইনের কাছে থাকবে অটল দুলবেনা কিছুতে।
তুমি যেন স্বচ্ছ জলের নির্মল একটি প্রতিচ্ছবি
আঁধার কালো ভূবনে তুমি উজ্বল আলোর রবি।
তোমার হাতে জয়ের পতাকা মুখে সত্য বাণী
নিস্পাপ তুমি এই জগতে সবার চেয়ে দামী।
জ্ঞানের শিখা জ্বলছে যে ঐ তোমার দু’টি চোখে
ভন্ড যারা পালিয়ে যাবে সেই আলোর শিখা দেখে।
সবাই তো আজ একই বাক্যে তোমায় মানবে দলনেতা
তুমি যাবে সেইখানেতে কেউ যেতে পারেনি যেথা।
তোমার চরণ ধুলি নিতে আসবে কতোজন
তোমায় লালন করে ধন্য হবে এই ভূবন।
মিথ্যের কাছে জিম্মি হয়ে জীর্ণ শীর্ণ হয়েছে সবার বুক
তাই প্রয়োজন তোমার মতো নতুন একটি মুখ।
০২/১২/১৯৯৩