আমার নাম নিতাই, অনেকেই ডাকে নিতাই দা বলে
সবার সাথে মিশি স্ফূর্তি করি একাকী ভাঁসি আঁখি জলে
জীবন আমার সাথে করেছে বেইমানী, দিয়েছে ব্যথা
সব ব্যাথার ইতিহাস হৃদয়ে পলে পলে রয়েছে আাঁকা।
অসহ্য যন্ত্রণা যখন মাথা চাড়া দিয়ে উঠে থাকতে পারিনা স্থির
নেশার অনলে পুড়ে নিজেই নিজেকে করি চৌচির ।
নিশিতে গগনে কখনো বা একা তাকিয়ে থাকি নীরবে
হায়! জটিল এ জীবন সহজ সরল সুন্দর হবে কবে !!
সবার নির্মল আনন্দ দেখে ভাবি আমি এক অভিনেতা
আসল আমি কে আটকে রেখে বলি নকল আমি র কথা।
অনেকের চোখইে আমি বেয়াদব, শঠ কিংবা চরিত্র হীন
কিন্তু কেউ কি জানে প্রেম হারা, সংগী হারা আমি কতো বড় দীন।
যতোই আমাকে অপমান করো শুনে রাখো ও পৃথিবী
সত্যিকারের নিতাই দা’র খোঁজ নেবেই নেবে কোনো না কবি