নজরুল স্মরণে আমার এ মনে
কতো কথাই না জাগিয়া উঠে
আজো তার বাণী যখনই শুনি
খুঁশিতে প্রাণ নাচিয়া উঠে।
ধন্য তুমি বাংলা ভুমি
করেছিলে ধারণ তাঁর দু’ চরণ
তাঁর অবদান দিয়েছে সমাধান
চলবে না এ ভুমে বিদেশী শাসন।
সে ছিলো পুরুষ বুক ভরা সাহস
মিথ্যের কাছে শির করেনি নত,
চির অমর সে হৃদয় নিবাসে
কখনো জানি হবেনা মৃত।
আমরা সবাই ঋণী গো তাই
গাইবো ঐ নামের গান
হিসেব কি আছে বসুধা মাঝে
ছড়িয়ে আছে তাঁর কতো দান ?
গিরি-সবিতা বৃক্ষ লতা
তটিনি গগন সমীরণে
অহ: নিশি শুনি হর্ষ ধ্বণি
জাতীয় কবি কাজী নজরুল স্মরণে।