ধৈর্যের খুঁটি
কষ্টের বেড়া
ছাদটা অপবাদের।
আগুনের দরজা
বিরহের জানালা
মেঝেটা লোচন জলের ।

ভুলের আলনা
হুলের বিছানা
খাট টা দুর্গন্ধময়।
অদৃশ্য স্থান
চৌদিকে অপমান
সাথে আছে মহা ভয়।

কেউ কি দেখেছো ?
সেই “নষ্টালয়”!!!