মানবতার সাথে হাত মিলিয়ে
অগ্রগতির চির লক্ষ্য নিয়ে
মহা দর্পে যাবে এগিয়ে
নীতি কখনো করবে না ভঙ্গ
“নব তরঙ্গ যুব সংঘ”
তৈরি করবে নতুন প্রতিভা
জ্বালিয়ে দেবে জ্ঞানের শিখা
বাজাবে শুধু সত্যের ডংকা
মিথ্যে যতো করবে ধ্বংস
“নব তরঙ্গ যুব সংঘ”
মূলধন তার সবার দোয়া
ইচ্ছা তার আকাশ ছোঁয়া
সাধনা তার সফল হওয়া
যাত্রায় কভু হবেনা ক্ষান্ত
“নব তরঙ্গ যুব সংঘ”