স্বাগতম ওহে নবাগত তোমায় লাখো কোটি স্বাগতম
তোমার আগমনে নিস্তেজ যারা সবাই পাবে যে দম।
আকাশে বাতাশে ধ্বনিত হচ্ছে তোমার স্বাগত ধ্বনি
সবাই বলছে দুর হবে এবার সন্ত্রাস রাহাজানি।
তুমি দুঃখ তাড়িয়ে আনবে ছিনিয়ে সুখ আর শুধু সুখ
সুখের ছোঁয়া পেলে যে হেসে উঠবে সবার মুখ।
তুমি এমন কিছু দেখাবে যা হয়নি এখনো দেখা
মুখোশ খুলে দেবে গো যারা সবাইকে দেয় ধোকা।
তুমি সবার হাতের শ্বেত পতাকা ছুঁড়ে ফেলে দাও দুরে
কাল বৈশাখী হয়ে দমন করো মাস্তানদের ধরে ধরে।
আর কতো কাল থাকবে নীরব শান্তির মিছে আশায়
দেখবে একদিন হানা দেবে ওরা সবার আপন ভাষায়।
ওরা তো হলো বেনিয়ার জাত নেইকো কূল ধর্ম
স্বার্থের লোভে করতে পারে সকল নিষেধ কূ-কর্ম।
সৎলোকেরা কেঁদে মরে আর ভন্ডরা করে হাসি ফুর্তি
দেখে শুনে কেউ করেনা প্রতিবাদ থাকে হয়ে প্রতিমূর্তি।
বাইরে দেখে যায়না তো বোঝা কে সাধু কে লুচ্চা
বাঘ বলে কেউ করছে বড়াই হয়ে বিড়ালের বাচ্চা।
মিথ্যের কাছে হার মেনেছে পুরাতনরা আছে যতো
আসল সত্য ছিনিয়ে আনতে এসো হে নবাগত।