লিখতে গেলে কলম আমার কথা শুনে না
বলতে গেলে গলায় কোন শব্দ আসে না
বাজারে গেলে পণ্য আমার ব্যাগ চেনে না
আকাশে তাকাই সেখানে আর নীল দেখি না
ধার্মিকদের কথা কাজে তেমন মিল দেখি না
প্রেমিকদের মন মগজে হায় প্রেম থাকে না
সংসার নামের বাগানে সুখের ফুল ফোটে না
জমি খাদকের দাপটে গরিবের ভিটে থাকে না
বড় চোরের চপেটাঘাত চিচকে চোরের পিঠে আটে না
সৎ লোকের সততার মুল্য তার ভাগ্যে জোটে না
সব দেখি কিন্তু ভান করি কিছুই দেখি না
মূল্যহীন আমি এই জগতের কিচ্ছু না, কিচ্ছু না।