আমি তোমার নামে কবিতা লিখবো
তোমার মতো একটি ছবি আঁকবো
উচ্চ স্বরে তোমার নামে গান গাইবো
হৃদয় নিংড়ানো সব ভালোবাসা উজাড় করে
তোমাকে, শুধু তোমাকে দেবো।
তুমি কিন্তু না বলো না।
ঐ কপালে দুষ্টমীর টিপ দেবো
সাগর সম নয়নে তোমার ভেলা ভাঁসাবো
চরণে মানিক খচিত নূপুর পরাবো
সাঁজাবো তোমায় আমার মনের মতো করে
দেখবো, শুধু তোমাকেই দেখবো।
তুমি যেনো না বলো না।
অধরে অধর রেখে সুখে হারাবো
তোমার জন্যে প্রয়োজনে ঘর ছাড়বো
দু’জনে মিলে প্রেমের বাসর রচিবো
সেখানে কবিতার কথা গানের সুরে সুরে
গেয়ে তোমার মন মাতাবো।
প্লিজ, তুমি না বলো না।