আমি তোমার মুশি
যতো তোমার খুঁশি
করো মোরে দোষী
তবু সবার চেয়ে বেশি
তোমাকেই ভালোবাসি।

তুমি আমার জীবন সাথী
দুই নয়নে আলোর জ্যোতি
আমায় যদি দাও গতি
তাতে তোমার কিসের ক্ষতি?

একটু দয়া করো আমায়
ঠাঁই দাও তোমার প্রেমের ছায়ায়
নইলে বলো যাবো কোথায়?

কেনো তুমি বোঝনা গো
তোমায় ছাড়া মরে যাবো।

তোমাকে ভেবে দিবা নিশি
পাগল হলাম আমি মুশি।