মন নিয়ে ছিনিমিনি খেলো না মুন্নী
কসম কেটে বলো তুমি হবে কি মোর গিন্নি?

আমি তো পথ চেয়ে আছি তোমার জন্য
সাথি করে পেয়ে তোমায় হতে চাই ধন্য।

প্রতি রাতে তোমায় নিয়ে দেখি কতো স্বপ্ন
তোমারই ভাবনায় থাকি শুধু মগ্ন।

তোমাকে ছাড়া কিছু বুঝিনা ভুবনে
লতার মতো জড়িয়ে থাকো এ জিবনে।

তুমি যেনো ফুল হয়ে ফুটে আছো কাননে
স্বাধ জাগে অলি সেঝে বিভোর হই গুঞ্জনে।

আমি যেনো মজনু তুমি আমার লাইলী
এই কথা সারা বিশ্ব করছে বলাবলি।

আকাশে বাতাসে শুনি তোমার কন্ঠ ধ্বনি
জীবনে মরণে পাশে থেকো প্রিয়া মুন্নী।