হে বিধাতা, কহিতে ব্যাথা, স্মরণ করেছি তোমারে।
আর কতোদিন, থাকবে কঠিন, পোড়ায়ে মারবে আমারে?
জানো তো তুমি, অতিক্ষীণ আমি, পারবোনা সহিতে জ্বালা।
সবাইকে ফেলে, তবু এ গলে, দিলে দুঃখের মালা!
প্রাণ যদি যায়, নেই তাতে ভয়, হাসিয়া করিবো বরণ।
তবু যদি হায়, সহিতে না হয়, জীবন্ত এই মরণ।
তোমারই করুনায়, এই দুনিয়ায়, জন্ম নিয়েছি আমি
এতো কষ্টে থাকি, তবুও তো ডাকি, তোমায় অন্তরযামী।
সহিলাম এতো, সহিবো আর কতো, বলিয়া দাওনা আমায়
জানিনাতো কবে, মোরে মুক্তি দেবে, তোমার আপন কৃপায়।
আমার এ ঈমান, শিশিরের সমান, বাতাসে হেলে দোলে
হইতো বা কখন, অবুঝ এ মন, তোমাকেই যাবে ভুলে।
ওহে মোর স্বামী, কাঁদিয়া আমি, তুলিয়াছি দু’টি হাত
সুখ ফিরে দাও, নাও তুলে নাও, দুঃখের কালো রাত।
০৬/১২/১৯৯৩