এসেছে বিজয়ের মাস তাই চারিদিকে আনন্দ উল্লাস
শত সজ্জায় মঞ্চ সাজিয়ে হাজারো সুরে বাজনা বাজিয়ে
গেয়ে স্মরণের গান, বাঙ্গালীরা দিচ্ছে প্রমাণ
শহীদ মুক্তি যোদ্ধাদের আজো ভুলেনি তারা ।
তারাই ভাগ্যবান, যুদ্ধে যাদের ঝরে গেছে প্রাণ
দেশ প্রেমিকের খেতাব নিয়ে, আছে তারা ইতিহাস হয়ে ।
কিন্তু যারা বেঁচে ছিল প্রাণে, গাজী নামে কয়জনে তারে চেনে
দেশের জন্য হারালো অঙ্গ, পাওয়ার বেলায় পেলো শুন্য ।
দু’মুঠো খেয়ে বাঁচার তরে, ভিক্ষার ঝুলি নিয়েছে ঘাড়ে
বুকে লাগে বিষের তীর, জখনই সবাই তাদের ডাকে ফকির ।
ব্যথায় তাদের চক্ষু ফেটে বেরিয়ে আসে জল
সইতে না পেরে বঙ্গ ভুমি হয়ে উঠে চঞ্চল ।
বঙ্গ মাতার চঞ্চলতা পড়েনা ঐ উল্লাসীদের চোখে
তবু নিরব ভাষায় চিৎকার করে বলছে ডেকে ডেকে
“ ওরে আহাম্মক বাঙালি তোরা ধ্বংস হয়ে যাবি দেখিস
যদি ঐ মুক্তিযোদ্ধা ফকিরদের সংস্কার না করিস ।
জেনে রাখিস, তোদের দ্বারা লাঞ্ছিত ওদের রয়েছে ঐ খোদা
নিশ্চিহ্ন হবি দু’হাত তুলে অসহায় ওরা হয় যদি মূক যোদ্ধা ।
লেখা- ১২-১২-১৯৯৬