মস্তিস্কের বায়স্কোপে চিত্র গুলো চরিত্র হারা
ঘায়ের দুর্গন্ধ গায়ে  সভ্যতার পোষাক পরা
নেত্রের পেচুড়ে আঁকে চাহিদার মানচিত্র
ধর্মের লেবাসে ঢাকে লালসার মল মুত্র।
অন্তরের জঙ্গলে ঘোরে বিষাক্ত গোখরা
নিজে চায় ব্রহ্মাণ্ড অন্যের এক টুকরা।
সাদা কাঁদে করুন সুরে কালোর অট্টহাসি
কল্লা কেটে জল্লাদ বলে জীবকে ভালোবাসি।
স্রষ্টার দেয়া আত্মাকে যারা করলো কলুষিত
ইস্রাফিলের সুর ছাড়া হবে না তারা ভিত।

লেখার তারিখঃ ২৮/১১/২০২৩