উজ্জলা, চঞ্চলা, সুকন্ঠি কোকিলা, নয়নে নদী আঁকা
কেউ কি চেনো তাকে ?
নাম তার মনিকা।
যতবারই দেখো তাকে দুরে কিংবা কাছে থেকে
কাটবে না দেখার নেশা
জানো সে কে ?
নাম তার মনিকা।
যাকে দেখো, কথা বলো, কখনো বা হাত ধরো
চেনার মতো চিনতে পারো না
শোনো বলি তার কথা
নাম তার মনিকা।
আকাশে তারা জ্বলে বাগান ভরে ফুলে পৃথিবী যেমন সবুজে ঢাকা
তেমনি যার অংগ জুড়ে বসে রূপের মেলা
দেখবে কেউ তাকে ?
নাম তার মনিকা।
সকাল, দুপুর, সন্ধা, রাতে হাজার উপমায় পাবে তাকে
বড় ভাগ্যবান সে যে পাবে তার ভালবাসা
যাকে কাছে ডেকে নেবে, হৃদয়ে বসাবে
অনকেরে মন মিতা, কাংখিতা মনিকা।