একটা কালো কুকুর মহাতৈলের নেশায় উন্মাদ হয়ে
জিবনের ঝুঁকি নিয়ে লাফের পর লাফ দিয়ে
সব বাঁধা ডিঙ্গিয়ে ছুটে চলেছে সামনে
কুকুরটা নাসা রন্ধ্রে গন্ধ পেয়েছে
দূরে কোথাও পড়ে আছে এক টুকরো মহা মাংস ।
ছুটছে তো ছুটছে, ছুটছে তো ছুটছে, আরো জোরে
হঠাৎ থমকে দাঁড়ালো, গন্ধটা নেই
নাক উঁচিয়ে বুঝলো ওটা ডান দিকে হবে
এইবার সে ধিরে ধিরে যায় আর আশে পাশে চায়
চোখে পড়লো একটা শিয়াল কি যেন খাচ্ছে
বুঝে নিলো মহাতৈলের গন্ধটা ওখান থেকেই আসছে
এক হুমকিতে শিয়াল দৌড়ে পালালো
কালো কুকুরটা হুমড়ি খেয়ে পড়লো সেখানে
কিন্তু মহা মাংসের চিহ্ন নেই শুধু গন্ধটা আছে
নেশার বশে বিভোর হয়ে ভেজা মাটিই চাটলো ।
কিছুক্ষণ পর পাশ থেকে শুনতে পেলো ধর্ষিতার কান্নার রোল
মানুষের কান্নায় বিচলিত হলো কালো কুকুরটা
ছুটে গিয়ে কামড়ে ধরলো মানুষরূপী জানোয়ারটাকে
এই সুযোগে ছুটে পালালো উলঙ্গ নারী
পড়ে রইলো তার অঙ্গের বসন গুলো
আর তারই উপর কালো কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেলো
পঞ্চ ইন্দ্রিয় সহ মহা মাংস ।