যেখানে যাই, যে দিকেই চাই
সবাই করে বলাবলি
এই এলাকার সেরা রূপসী
মিয়া বাড়ির জুলি ।

তার হাসিতে নাকি মুক্ত ঝরে
খোঁপাতে নাকি গোলাপ ফোটে
নদীর বাঁকের মতো আঁকা
তার হরিণী নয়ন দুটি ।
তাই সবাই করে বলাবলি
এই এলাকার সেরা রূপসী
মিয়া বাড়ির জুলি ।

তার নাকি চলার তালে
বাতাস বহে হেলে দুলে
আকাশ নাকি পাগলা মোহে
বিভোর হয়ে থাকে চেয়ে
তাই সবাই করে বলাবলি
এই এলাকার সেরা রূপসী
মিয়া বাড়ির জুলি ।

অনেকেই তার রূপের টানে
বলে বেড়ায় সব খানে
জুলিই তাদের জীবন মরণ
মিশে আছে হৃদয় মনে
তাই সবার মতো আমিও বলি
এই এলাকার সেরা রূপসী
মিয়া বাড়ির জুলি ।

কবিতা নং- ১০৩ , লেখার তারিখঃ ১৪/১২/১৯৯৬