নদী বয়ে চলেছে আপন গতিতে দুর অজানায়
তার কুল ঘেঁসে বসে বসে মনের আকুলতায়
কতো জন লেখে কবিতা, গায় গান
তারই প্রমাণ মেহেদী হাসান।

সবুজে ঢাকা বাংলার প্রকৃতি মনোমুগ্ধ কর
এ যেনো বিধির স্বয়ং সাঁজানো নয়ন ভোলানো বাসর
সে বাসর মাঝে কতো জনের শুদ্ধ হয় প্রাণ
তারই একজন মেহেদী হাসান।

আকাশ জুড়ে সারাক্ষণ চলে চন্দ্র, তারা, সূর্যের খেলা
তারই নিচে উদার মানুষ ভাসিয়েছে প্রেমের ভেলা
সেই প্রেমের তরে আপন জীবন সুপেছে যে মহান
তারই নাম মেহেদী হাসান।