আসল নাম যাই হোক মামুন নামেই সবাই চেনে
বাইরে আমায় যতোই দেখুক, ভিতরের খবর কয়জন জানে ?

সবাই দেখে রসিক আমি সারাদিন শুধু হাসি খেলি
কেউ দেখেনা নিশিতে চোখে কষ্টের কতো জল ফেলি

শাসনের চার দেয়ালে বন্দী হয়ে চিৎকার করি
সবাই যা ভুলতে বলে আনমনে শুধু তাই স্মরি

প্রাণ খুলে যা চাই আমি সবাই বলে ত্যাগ করো
চাইনা যা জোর করে এনে বলে এটা আঁকড়ে ধরো

বিদ্রহে মন ক্ষেপে উঠে করতে কিছু পারিনা তবু
অসহায় আমি দুর্বল আমি শক্তি মোরে দাও হে প্রভু

আপন চাওয়া ছিনিয়ে নিতে পারি যেন বীরের মতো
বিনিময়ে হয় যদি হোক জীবনটাতে মস্ত ক্ষত

ঝরে যাক দেহ হতে ভিরুতার সবটুকু খুন
তবুও তো জানবে ভুবন সত্যের জন্যে লড়েছে মামুন ।