মা: কই গেলিরে ওরে খোকা ঘরের বাহির হ
ঘরে তে আর নেইকো কিছু কি খাবি তুই ক !
ছেলেঃ না খেয়ে থাকবো তবু কোথাও যাবো নাকো
ভাতের চেয়ে কাজের অভাব সে খবর কি রাখো ?
মা: রাখি রাখি ওরে বোকা সব খবরই রাখি
চেষ্টার চেয়ে বড় কিছু নেই তাইতো তোরে ডাকি
ছেলেঃ চেষ্টা কি আর করা যায় মা পেটে নিয়ে ক্ষুধা ?
চেষ্টা করবে ভাগ্নে শালা আমরা হলাম গাধা !
মা: কুঁড়ে যারা কাজের চেয়ে কথা বলে বেশি
তুইও যে এক আস্ত কুড়ে ঠিকই বুঝে গেছি
ছেলেঃ কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করসি না তো মা
কিচ্ছু ভালো লাগছে নাকো কোথাও যাবো না
মা: চুপ কর ব্যাটা কইস না কথা ঘরে নাই চাল
বাজে কথা বললে তুলে দেবো পিঠের ছাল
ছেলেঃ কেমন করে মারবি রে মা আপন ছেলে কে
আমায় যদি মারিস আঘাত লাগবে রে তোর বুকে
মা: আয়রে বাছা কাছে আয় বুকে মাথা রাখ
নিজের ক্ষুধা সইতে পারবো তোর জন্যে চাই ভাত
ছেলেঃ মা, মাগো, তোর মাথা ছুঁয়ে করছি কসম, কাজের খোঁজে যাবো
কাজ না পলেওে ছিনিয়ে এনে তোর ক্ষুধা মিটাবো।