কোথা সে কুমকুম,
যার অন্তর জুড়ে বসত করে ভালোবাসার মৌসুম,
যাকে এক ঝলক দেখে হারিয়ে যায় প্রেমিক চোখের ঘুম।
কোথা সে কুমকুম,
যার কারণে পুস্প কাননে অলি করে গুনগুন,
যে পাখির মতো গান শোনায়ে ভরায় সবার মন।
কোথা সে কুমকুম,
যার কাজল কালো নয়ন কোণে সাগরের মাতম,
যার কেশ নিয়ে খেলে সারাক্ষণ পাগলা সমীরণ।
কোথা সে কুমকুম,
যার অঙ্গে যেনো পলে পলে সাঁজানো রূপের শতো বসন,
যাকে নিয়ে হাজার সুজন দিওয়ানা হয়ে দেখে রঙিন স্বপন।
কোথা সে কুমকুম,
যে তারা হয়ে ভাসে, দুর আকাশে, নিশি হলে নিঝুম,
যাকে যুগ যুগ ধরে দেখার পরেও মনে হয়না পুরাতন।
কোথা সে কুমকুম,
যে প্রেম বিলায়ে ধন্য করে বিশাল এ ভূবন,
যাকে যায়না পাওয়া, যায়না ছোঁয়া, করা যায় শুধু আপন।