কুলসুম এক মিষ্টি মেয়ে, ফুলের মতো সুন্দর
ওর চোখে চোখ পড়লে কেঁপে উঠে অন্তর।
বাঁকা চাহনিতে তার যাদু জড়ানো আছে
ঠোঁটের ভাজে ভাজে প্রেম থাকে মিশে।
ওর চলার ছন্দে, নেচে উঠে পৃথিবী
মগ্ন হয়ে কবিতা, লিখতে বসে কবি।
হাসলে ঝরে পড়ে, ঝিনুকের মুক্তা
যার নজরে পড়ে, জাগে তার বুকটা।
চুলে যখন বাতাস, দোল দিয়ে যায়
উঁকি মারে মেঘ, সূর্য ঘুরে তাকায়।
এতো গুনে গুনবতি, রূপবতী কুলসুম
প্রেমিকের হৃদয়ে সে, ভালোবাসার মৌসুম।