খাদ্যের অন্বেষণে আমি
ভীষণ উন্মাদ
আমার খাদ্য চাই-ই
হোক তা পচা কিংবা
লাশের চেয়েও দুর্গন্ধময়
হোক তা শিশুর পায়খানা মিশ্রিত ।
কিংবা কুকুরের সামনে
ভাঙ্গা থালায় পড়ে থাকা।
যদিও সন্মুখে আলো নেই
তবুও অন্ধকারে থাকতে চাইনা
আমি বাঁচতে চাই
কষ্ট কতো খানি দীর্ঘ
হাড়ে হাড়ে বুঝতে চাই
মৃত্যুকে গলায় ঝুলিয়ে
বেহায়ার মতো লড়তে চাই
তাইতো খাদ্য চাই
হোক তা ভরা পেটা’র বমি
হোক তা জঘন্য নোংরা
হোক তা শ্রেস্ট কু-খাদ্য ।
০৮/০১/১৯৯৭